সম্পর্কে
মিনি বাইবেল কলেজ (এম বি সি) হল একটি ধারাবাহিক বাইবেল শিক্ষা , যা প্রাথমিকভাবে পরিবেশিত হয়েছে আই সি এম এর মাধ্যমে, পাষ্টার ডিক উডওয়ার্ড এটি তৈরী করেছেন ২১৫টির বেশী অডিও শিক্ষামালা নিয়ে এম বি সি তৈরী হয়েছে, ছাপানো পুস্তিকার মাধ্যমে, পর্বতে দত্ত উপদেশ, পরিবার ও বিবাহ সংক্ষিপ্ত বিষয়ে গভীর আলোচনার ক্ষেত্রে সম্পূর্ণ বাইবেল পরিক্রমা, (পুরাতন ও নতুন নিয়ম) বিশেষভাবে কার্য্য্করী হয়েছে | ভার্জিনিয়ার ভার্জিনিয়া বীচ-এ ভার্জিনিয়া বীচ কমুউনিটি চ্যাপেল এর একজন প্রাচীন পুরোহিত হলেন ডিক উডওয়ার্ড এবং উইলিয়ামসবার্গ কমিউনিটি চ্যাপেলের ও উইলিয়ামসবার্গ, ভিএ| ১৯৮২ সালে তিনি ভীষণভাবে অসুস্থ ছিলেন কারণ তার মেরুদন্ডে এক বিরলতম রোগ দেখা দিয়েছিল তখন তিনি এম বি সি-র কাজ শুরু করেন |
১৯৯০ এর শুরুতে যখন তিনি পৌরহিত্য কার্য্যের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত নন, তখন পাষ্টার ডিক উডওয়ার্ড হয়েছিলেন একজন সাম্মানিক পুরোহিত, উইলিয়ামসবার্গের উইলিয়ামসবার্গ্ কমিউনিটি চ্যাপেলের | তিনি নিয়মিতভাবে লিখতে থাকেন (Via Voice activated Computer Software) মেন্টর, ব্লগ এবং বহু মানুষের কাছে ঈশ্বরের বাক্য পৌঁছে দিলেন আগামী ২০ বছরের জন্য যতক্ষন না ঈশ্বর তাকে তাঁর গৃহে ডেকে নিলেন ২০১৪ সালের ৮ই মার্চ্ | তার সর্ব শেষ বই হল মারকেটপ্লেস ডিসাইপলস প্রকাশিত হয়েছিল ২০১৩ সালের ডিসেম্বরে |