শিষ্যত্বের বিকাশ: মডিউল 7: খ্রীষ্টাচারী শৃঙ্খলা
1: প্রার্থনা
ফলপ্রসূ প্রার্থনার মৌলিক উপাদানসমূহ আবিষ্কার ও অনুশীলনে সক্ষম করাই হচ্ছে এই পাঠের লক্ষ্য । তারা পরীক্ষা করতে পারবেন শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে প্রার্থনা কি এবং ফলপ্রসূ প্রার্থনার উপাদান কি কি ।
2: ঈশ্বরের বাক্য অধ্যয়ন করা – ভাগ ১
এই পাঠের লক্ষ্য হল বাইবেল অধ্যয়নের এমন একটা পদ্ধতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যা যোগদাতাদের সাহায্য করবে বুঝতে যে কি করে ঈশ্বরের বাক্য ব্যাখ্যা ও নিজেদের জীবনে প্রয়োগ করতে হয় ।
3: ঈশ্বরের বাক্য অধ্যয়ন করা – ভাগ ২
এই পাঠের উদ্দেশ্য হল বাইবেল অধ্যয়ণের পদ্ধতিকে ক্রমাগত পর্য্যবেক্ষণ করে দেখা যা যোগদাতাদের সাহায্য করবে বুঝতে যে কি করে ঈশ্বরের বাক্য ব্যাখ্যা ও নিজেদের জীবনে প্রয়োগ করতে হয় ।
4: শাশ্বত দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনযাপন
এই পাঠের লক্ষ্য হল সাময়িক দৃষ্টিভঙ্গির বদলে ঈশ্বরের শাশ্বত দৃষ্টিভঙ্গি থেকে জীবনধারণের মৌলিক নীতিসমূহ তুলে ধরা ।
5: ঈশ্বরের উপস্থিতি অভ্যাস করা
এই পাঠের লক্ষ্য হচ্ছে ঈশ্বরের উপস্থিতি দৈনন্দিন জীবনে অভ্যাস করা বুঝতে যোগদাতাদের সাহায্য করা ।
6: নিজের জন্য ঈশ্বরের ইচ্ছা উপলব্ধি করা
সিদ্ধান্ত গ্রহণকালে ঈশ্বরের ইচ্ছা অনুসন্ধান ও উপলব্ধি করার গুরুত্ব বোঝানই এই পাঠের লক্ষ্য ।