শব্দ অধ্যয়ন: ইয়াখাল -- “আশা”

বাইবেলে যেসব লোকদের মনে আশা আছে, তারা আশাবাদী ব্যক্তিদের চেয়ে অনেকটা ভিন্ন! ভবিষ্যত যে বর্তমানের চেয়ে ভালো হবে, এই বিশ্বাসের একমাত্র ভিত্তি হিসেবে কীভাবে বাইবেলীয় আশা ঈশ্বরের চরিত্রের দিকে ফিরে তাকায়, তা এই ভিডিওতে আমরা আবিষ্কার করব। #BibleProject #বাইবেল #আশা

আদিপুস্তক -- ১ম ভাগ

ঈশ্বর একটি সুন্দর পৃথিবী তৈরি করেন আর তা শাসন করার জন্য মানুষকে সেখানে প্রতিষ্ঠিত করেন। মানবজাতি বিদ্রোহ করে আর ধ্বংসাত্মকভাবে এই পৃথিবীকে শাসন করতে শুরু করে, যার ফলে শুরু হয় সহিংসতা, মৃত্যু আর গড়ে উঠে ব্যাবিলন শহর। এর প্রতিক্রিয়া হিসেবে ঈশ্বর পুরো পৃথিবীকে অব্রাহামের পরিবারের মধ্য দিয়ে উদ্ধার ও আশীর্বাদ করার একটি পরিকল্পনা করেন। #BibleProject #বাইবেল #আদিপুস্তক

আদিপুস্তক -- ২য় ভাগ

ঈশ্বর প্রতিজ্ঞা করেন যে তিনি অব্রাহামের পরিবারের মধ্য দিয়ে সকল জাতিকে আশীর্বাদ করবেন। কিন্তু বৃদ্ধ স্বামীরা, অধৈর্য মায়েরা, আশীর্বাদ-চুরি-করা সন্তানেরা এবং ঈর্ষান্বিত ভাই-বোনেরা, যারা বারবার সবকিছু এলোমেলো করে ফেলছে, তাদের নিয়ে ঈশ্বরের প্রতিজ্ঞা কীভাবে পরিপূর্ণ হবে? #BibleProject #বাইবেল #আদিপুস্তক

শব্দ অধ্যয়ন: খারা -- “আনন্দ”

এই ভিডিওতে আমরা একটি অন্য রকম আনন্দকে আবিষ্কার করব, যার জন্য ঈশ্বরের লোকদের আহ্বান করা হয়েছে। এই আনন্দ হাসি-খুশি মেজাজে থাকার চাইতেও বেশি কিছু বোঝায়। এটা হল, ঈশ্বর যে তাঁর প্রতিজ্ঞাগুলো পূরণ করবেন, তার উপর নির্ভর করার একটি সচেতন সিদ্ধান্ত। #BibleProject #বাইবেল #আনন্দ

শব্দ অধ্যয়ন: শালোম -- “শান্তি”

ইংরেজি ভাষায়, শান্তি বা “পিস্‌” শব্দটি খুবই প্রচলিত একটি শব্দ। তবে এক একজনের কাছে এই শব্দের অর্থ এক একরকম। এটি বাইবেলেরও একটি খুব গুরুত্বপূর্ণ শব্দ যার অর্থ শুধুমাত্র দ্বন্দ্বের অনুপস্থিতিকে বোঝায় না বরং অন্য কিছুর উপস্থিতিকেও বোঝায়। এই ভিডিওতে আমরা বাইবেলভিত্তিক শান্তির মূল অর্থ এবং কীভাবে সেটা আমাদের যীশুর দিকে নিয়ে যায়, তা আবিষ্কার করব। #BibleProject #বাইবেল #শান্তি

এক নজরে ১-২ বংশাবলি

আমাদের “এক নজরে ১-২ বংশাবলি” ভিডিওটি দেখুন। এখানে পুস্তকটির সাহিত্যিক নকশা ও ভাবধারা উভয়কে তুলে ধরা হয়েছে যেন বুঝতে সহজ হয়। ১-২ বংশাবলিতে পুরাতন নিয়মের পুরো কাহিনির পুনরাবৃত্তি করা হয়। এখানে ভবিষ্যতের মশীহী রাজার আগমন ও উপাসনা-ঘর পুনরুদ্ধারের যে আশা রয়েছে তার উপর জোর দেয়া হয়। #BibleProject #বাইবেল #বংশাবলি

এক নজরে দানিয়েল

আমাদের “এক নজরে দানিয়েল” ভিডিওটি দেখুন। এখানে পুস্তকটির সাহিত্যিক নকশা ও ভাবধারা উভয়কে তুলে ধরা হয়েছে যেন বুঝতে সহজ হয়। দানিয়েলের গল্পটি ব্যাবিলনে নির্বাসনে থাকা সত্ত্বেও বিশ্বস্ত থাকার অনুপ্রেরণা জোগায়। তাঁর দেখা দর্শনগুলো এই আশা জাগায় যে একদিন ঈশ্বর প্রত্যেক জাতিকে তাঁর শাসনের অধীনে আনবেন। #BibleProject #বাইবেল #দানিয়েল

এক নজরে ইষ্টের Esther

আমাদের “এক নজরে ইষ্টের” ভিডিওটি দেখুন। এখানে পুস্তকটির সাহিত্যিক নকশা ও ভাবধারা উভয়কে তুলে ধরা হয়েছে যেন বুঝতে সহজ হয়। ইষ্টের পুস্তকে, ঈশ্বর , তাঁর নাম বা তাঁর কার্যকলাপের কোনও স্পষ্ট উল্লেখ না করেই, তাঁর লোকদেরকে আসন্ন সর্বনাশের হাত থেকে রক্ষা করার জন্য, দুইজন, নির্বাসিত ইস্রায়েলীয়কে ব্যবহার করলেন। #BibleProject #বাইবেল #ইষ্টের

এক নজরে উপদেশক Ecclesiastes

আমাদের “এক নজরে উপদেশক” ভিডিওটি দেখুন। এখানে পুস্তকটির সাহিত্যিক নকশা ও ভাবধারা উভয়কে তুলে ধরা হয়েছে যেন বুঝতে সহজ হয়। এই পুস্তকটি আমাদেরকে মৃত্যুকে বরণ করে নিতে, অদৃষ্ট লক্ষ্যে যেতে এবং আমরা যে প্রতিবন্ধকতা মুখোমুখি হই, তা ঈশ্বরের মঙ্গল কাজ ভেবে সরল বিশ্বাসে মেনে নিতে বাধ্য করে। #BibleProject #বাইবেল #উপদেশক

এক নজরে বিলাপ Lamentations

আমাদের “এক নজরে বিলাপ” ভিডিওটি দেখুন। এখানে পুস্তকটির সাহিত্যিক নকশা ও ভাবধারা উভয়কে তুলে ধরা হয়েছে যেন বুঝতে সহজ হয়। বিলাপ পুস্তকটি হল পাঁচটি কবিতার সমষ্টি বা শোকগাথা, যা ব্যাবিলনীয়ের দ্বারা ধ্বংস হওয়ার পর জেরুসালেমের পক্ষ হয়ে লেখা হয়েছিল। #BibleProject #বাইবেল #বিলাপ

Email Sign-up

Sign up for the TWR360 Newsletter

Access updates, news, Biblical teaching and inspirational messages from powerful Christian voices.

Thank you for signing up to receive updates from TWR360.

Required information missing

This site is protected by reCAPTCHA, and the Google Privacy Policy & Terms of Use apply.